ট্রানজিস্টর এর h-প্যারামিটার গুলোর নাম লেখ-

ট্রানজিস্টর এর h-প্যারামিটার গুলোর নাম লেখ-

উত্তরঃ কোন ট্রানজিস্টরের Hybrid parameter সমূহ হলো h11,h12,h21 ও h22 ইত্যাদি। নিম্নোক্ত উপায়ে তা প্রকাশ করা যায়-h11 = আউটপুট শর্ট অবস্থায় ইনপুট স্পিড্যান্স। h12 = ইনপুট ওপেন অবস্থায় রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও। h21 = আইটপুট শর্ট অবস্থায় ফরোয়ার্ড ট্রান্সফার কারেন্ট গেইন। h22 = ইনপুট ওপেন অবস্থায় আউটপুটে অ্যাডমিট্যান্স।

Post a Comment

Previous Post Next Post