ট্রানজিস্টর একটি চার প্রান্তবিশিষ্ঠ ডিভাইস হিসাবে কাজ করে- ব্যাখ্যা দাও।

 ট্রানজিস্টর একটি চার প্রান্তবিশিষ্ঠ ডিভাইস হিসাবে কাজ করে- ব্যাখ্যা দাও।

উত্তরঃ যে সকল ডিভাইসের শুধুমাত্র একজোড়া ইনপুট এবং একজোড়া আউটপুট টারমিনাল থাকে, সে সকল ডিভাইসকে চার প্রান্তবিশিষ্ট ডিভাইস (four terminal device) বলে। 
আমরা জানি যে, ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল রয়েছে। এগুলো হলো- বেস, ইমিটার ও কালেক্টর। কিন্তু ট্রানজিস্টর চারপ্রান্তিক ডিভাইস তখনিই হবে, যখন এর চারটি টার্মিনাল থাকবে আর ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল থেকে যে-কোনো একটি টার্মিনালকে কমন নিলে চারটি টার্মিনাল পাওয়া যাবে, একেই চার টার্মিনালবিশিষ্ট ট্রানজিস্টর বলে। উক্ত চার প্রকার টার্মিনাল মিলে দুটি পোর্ট তৈরি করে এবজোড়া টার্মিনাল নিয়ে ইনপুট পোর্ট আর অপর একজোড়া পোর্ট নিয়ে আউটপুট পোর্ট গঠিত করে।
চার টার্মিনাল ডিভাইস হিসেবে ট্রানজিস্টর চিত্র নিচে দেখানো হলো।

চিত্রঃ চার টার্মিনাল ডিভাইস হিসেবে ট্রানজিস্টর

চিত্র হতে দেখা যায় যে, ট্রানজিস্টরের তিনটি টার্মিনোলের মধ্যেিউমিটারকে কমন নেওয়া হয়েছে। ফলে এটির বেস ইমিটার প্রান্তকে ইনপুট পোর্ট এবং কালেক্টার ইমিটার প্রান্তকে আউটপুট পোর্ট
 বলা হয়। এভাবে ট্রানজিস্টরের অন্য দুটি টার্মিনালকেও কমন হিসেবে নিয়ে ট্রানজিস্টরকে চার টার্মিনাল ডিভাইস হিসাবে দেখানো যায়। চিত্রে V1 ও i1 হলো ভোল্টেজ এবং কারেন্ট। এগুলো চার টার্মিনালবিশিষ্ট ট্রানজিস্টর ডিভাইসের প্যারামিটার সমূহের সাথে সম্পর্কযুক্ত।
এই সমীকরণের h প্যারামিটারসমূহের মান স্থির। কিন্তু v1,i1,v2,i2-এর মান পরিবর্তিত হয়।






 

Post a Comment

Previous Post Next Post